Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংগাইরে নারী পুলিশের লাশ উদ্ধার

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


মানিকগঞ্জের সিংগাইরে মাহমুদা নাহার মিতু (২৪) নামের এক নারী পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। গত রোববার দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা (বাস্তা) গ্রামের ভাড়া বাসা হানিফের বাড়ি থেকে লাশ উদ্ধার করেন। নিহত মিতু জামালপুরের ইসলামপুর থানার বেনুয়ারচর গ্রামের আব্দুল মালেকের মেয়ে।
জানা যায়, কনস্টবল মিতু ঢাকা জেলায় কাউন্টার টেরোরিজোম ইউনিট পূর্বাচল পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সেখানে থাকা অবস্থায় স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ৩ মাস ধরে উপজেলার গাজিন্দা (বাস্তা) গ্রামে হানিফের বাড়িতে বাসা ভাড়া নিয়ে একা বসবাস করে আসছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় গত শনিবার দিনগত রাতে খাওয়ার পর ঘুমিয়ে পরে। গত রোববার দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় স্থানীয়রা ডাকাডাকি করতে থাকে। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে তারা পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তাকে কিটনাশক (বিষ) খাওয়া অবস্থায় মেঝেতে পরে থাকতে দেখে। বিষয়টি মুহূর্তে জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন ঝড়ো হন। পরে পুলিশ লাশ উদ্ধারসহ সুরতহাল রির্পোট তৈরি করে মর্গে পাঠান। সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ