Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতী ইউএনও পরিচয়ে প্রতারণা

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ পরিচয়ে মোবাইলে প্রতারণা করেছে দুর্বৃত্তরা। গত রোববার উপজেলার ক’জন জনপ্রতিনিধি ও শিক্ষকদের সঙ্গে প্রতারণার চেষ্টা করা হয়েছে। ফেসবুকে স্ট্যাটাসে সবাইকে সাবধান থাকতে অনুরোধ জানিয়েছেন ইউএনও ফারুক আল মাসুদ। স্ট্যাটাসে লিখেছেন, ‘সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আজ সকালে ০১৯৫৬৪৫৬১৮৬ নম্বর থেকে ইউএনও ঝিনাইগাতি পরিচয়ে প্রতারকচক্র শিক্ষকসহ ক’জন জনপ্রতিনিধির নিকট টাকা চাচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন থাকার অনুরোধ করা হচ্ছে। ইউএনও ফারুক আল মাসুদ বলেন, গত রোববার বিভিন্ন শিক্ষক ও জনপ্রতিনিধি মোবাইলে বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে সবাইকে বিষয়ে সর্তক করে দিয়েছি। চাঁদা বা টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে আমাকে জানানোর অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ