Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে অভিষেকের আগে অবকাশ কাটাতে গেলেন শেহনাজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

সামনের ডিসেম্বরেই মুক্তি পাবে শেহনাজ গিলের বলিউড অভিষেক ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সালমান খান’কে। ভাইজানের ছত্র ছায়াতেই বলিউডে পা দিচ্ছেন শেহনাজ। অপেক্ষা মাত্র আর একটা মাস, সামনেই বড় পরীক্ষা, তার আগেই ছুটি কাটাতে বেড়িয়ে পড়লেন পাঞ্জাবের ক্যাটরিনা কাইফ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিও শেয়ার করেছেন শেহনাজ। ছবিতে দেখা গিয়েছে, গাছের ওপর বসে আছেন অভিনেত্রী, আবার অন্য আর একটি ছবিতে দেখা গিয়েছে, ঝর্ণার সামনে একটি কুকুরের সঙ্গে বসে আছেন তিনি। ছবি দুটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ভাইবস’। মুহূর্তেই পোস্টে লাইক শেয়ার কমেন্টের সংখ্যা আকাশ ছোঁয়া। ছবিতে অভিনেত্রীকে, বø্যাক টি-শার্ট, শর্টস আর সাদা স্নিকারসে দেখা গিয়েছে, মাথায় মেসি বান, নো মেকআপ লুকে নজর কেড়েছেন শেহনাজ। অনুরাগীদের কেউ কেউ বলেছেন,‘ন্যাচারাল বিউটি ইন নেচার’, আবার কেউ কেউ লিখেছেন, ‘আমাদের দিনটা আরও সুন্দর করে দিলে’। আগামী এপ্রিল ২০২৩ সালে মুক্তি পাবে তার ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ