Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ সহশিল্পীর চিকিৎসার দায়িত্ব নিলেন ফারহান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ৫:৫১ পিএম

অসুস্থ অভিনেতা আলাউদ্দিন লালের পাশে দাঁড়ালেন এসময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছিলেন এই অভিনেতা। ৫২ বছরের এই অসুস্থ অভিনেতার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ফারহান।

এ প্রসঙ্গে আলাউদ্দিন লাল বলেন, ‘শুটিংয়ে ব্যস্ত থাকা শর্তেও ফারহান ভাই নিজে হাসপাতালে আমাকে দেখতে এসেছিলেন গতকাল।এসে তিনি আমাকে অনেক ভালোবাসা এবং সাহস দিয়েছেন আর সঙ্গে নগদ টাকা দিয়েছেন।তিনি বলেছেন এখন থেকে যা লাগবে চিকিৎসার জন্য তিনি পুরোটাই আমাকে দিবেন। আমি যেনো কোনো টেনশন না করি। এরজন্য সবসময় মোবাইল ফোন দিয়ে আমার শরীরের অবস্থার খোঁজ নিচ্ছেন। আল্লাহ কাছে দোয়া করি ফারহান ভাই,যেনো অনেক বড় মানুষ হয়।তার এই উপকার কখনো ভুলবার নয়।সবাই আমার জন্য দোয়া করবেন যেনো সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারি।

জানা গেছে, শ্বাসকষ্ট, ডায়াবেটিক’সহ শরীর নানান জটিলতা নিয়ে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। হঠাৎ অভিনয়শিল্পী আলাউদ্দিন লালের হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে জরুরী অবস্থায় গত ১১ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি বক্ষ-ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। নাট্যনির্মাতা প্রীতি দত্ত তার ফেসবুকে পোস্টে এ স্ট্যাটাসে এ তথ্য জানান। এ খবর আলাউদ্দিন লালের সহকর্মীদের কাছে পৌঁছাতে তার কয়েকজন সহকর্মী তার দিকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সেটাও খুবই সামান্য অর্থ। যা-দিয়ে পুরো চিকিৎসার ব্যয়ভার মেটাতে পারছেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে থেকে টিভি নাটকে অভিনয় শুরু করেন আলাউদ্দিন লাল। ইতিমধ্যেই কাজ করেছেন প্রায় ৩০০ নাটকে। এসব নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছেন মোশাররফ করিম, অপূর্ব, আফরান নিশো, জোভান, নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব, মুশফিক আর ফারহান’সহ আরও অনেক অভিনেতাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ