Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

বদরগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৬, ২:২৩ পিএম

রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদী থেকে মেরাজ মিয়া (০৮) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার কালুপাড়া ইউনিয়নের চান্দামারি ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু মেরাজ ওই উপজেলার বৈরামপুর মণ্ডলপাড়ার মেজবাহুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, মেরাজ ও রাশেদুল নামে দুই শিশু বিকেলে যমুনেশ্বরী নদীর চান্দামারি ঘাট এলাকায় গোসল করতে যায়। একপর্যায়ে মেরাজ নদীতে তলিয়ে যায়। পরে রাশেদুল ছুটে এসে বিষয়টি স্বজনদের জানায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে খুঁজে না পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। পরে ডুবুরি দল ঘটনাস্থলে এসে রাত ১২টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, স্বজনদের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ