বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনায় জাহিদ (২৮) নামে এক যুবককে গুপ্তি দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর খালিশপুরের বঙ্গবাসীর মোড়ে এ ঘটনা ঘটে।
এসময় তার সঙ্গে থাকা বড়ভাই জাভেদকেও (৩০) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
দুই ভাই খালিশপুরের বঙ্গবাসীর নতুন কলোনির মৃত সাব্বির হোসেনের ছেলে।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈয়মুর ইলী বলেন, দুই ভাই বঙ্গবাসীর মোড়ে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত জাহিদের বুকের বাম পাশে ধারালো গুপ্তি ঢুকিয়ে দেয়। আর তার বড়ভাই জাভেদকে কুপিয়ে পালিয়ে যায়। পরে জাহিদকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ওসি জানান, স্থানীয় প্রভাবশালী আব্বাসের বাড়ির পাশের পুকুর লিজ নিয়েছিলেন দুই ভাই। সেখানে মাছ চাষ করতে গেলে আব্বাস চাঁদা চেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, চাঁদা না দেওয়ার কারণে জাহিদকে হত্যা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।