Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না শহীদুল হক খান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছেন বিশিষ্ট নির্মাতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও সাংবাদিক শহীদুল হক খান। দীর্ঘ ৪ বছর ধরে তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যেই দুই বার দিল্লীতে স্যার গঙ্গারাম হাসপাতালে অপারেশন করিয়েছেন। তার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৭০ লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে ওরাল কেমোসহ বিভিন্ন মেডিসিন নিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখন খুবই খারাপ। লিভারের জটিলতার কারণে অ্যালভোমিনে ঘাটতি হচ্ছে। স্যালাইনের মাধ্যমে অ্যালভোমিন ইনজেকশন নিতে হচ্ছে। ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যত দ্রুত সম্ভব দিল্লী গিয়ে অপারেশন করিয়ে আসতে। অপারেশনের জন্য কম করে হলেও ৩০ লাখ টাকা প্রয়োজন। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন শহীদুল হক খান। তিনি বলেন, আমি ভালো নেই। যতই দিন যাচ্ছে শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছি না। ক্যান্সার অনেক কষ্টের। যার হয় সেই একমাত্র বুঝে এর যন্ত্রণা। মমতাময়ী প্রধানমন্ত্রী যদি একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে চিকিৎসা করিয়ে সুস্থ হতে পারব। না হলে চিকিৎসার অভাবে মরতে হবে। টাকার জন্য চিকিৎসা বন্ধ রয়েছে। উল্লেখ্য, এর আগে এই নির্মাতাকে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা সাহায্য করেছিলেন। সেই টাকার সঙ্গে তার নিজের আরো ৪০ লাখ টাকা খরচ হয়েছিল। বর্তমানে তার চিকিৎসা করার সামর্থ্য একদম নেই। ১৯৭৩ সালে সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে বাংলাদেশে প্রথম ভারতীয় নায়িকা ঝুমুর গাক্সগুলীকে এনে শহীদুল হক খান নির্মাণ করেছিলেন তার প্রথম চলচ্চিত্র ‘ছুটির ফাঁদে। পরে তিনি একের পর এক চলচ্চিত্র ও নাটক পরিচালনা করেন। ১৯৯৪ সালে বিটিভিতে তিনিই প্রথম সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা ও তার পরিচালনায় ‘কোথায় সেজন’ দিয়ে প্যাকেজ নাটক নির্মাণ শুরু করেন। অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। বিভিন্ন পত্রিকায় শহীদুল হক খান সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার লেখা বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সিনিয়র সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ