Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সাবেক স্বামীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন মিলা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রক সঙ্গীতশিল্পী মিলা বিগত কয়েক বছর ধরে বিয়ে বিচ্ছেদ ও এ সংক্রান্ত মামলা নিয়ে বেশ ঝামেলায় আছেন। বিয়ে বিচ্ছেদের পর তার সাবেক স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে যৌতুক চাওয়াসহ দেনমোহর ও খরপোষ চেয়ে মামলা করেন। তবে গত বৃহস্পতিবার খরপোষ চেয়ে করা মামলা প্রত্যাহার করেছেন তিনি। ঢাকার পারিবারিক আদালতে মামলার প্রত্যাহার চেয়ে আবেদন করলে দ্বিতীয় সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আবেদনটি মঞ্জুর করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১২ মে সঙ্গীতশিল্পী মিলা ও পাইলট পারভেজ সানজারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২৫ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে স¤পন্ন হয়। এছাড়া বিয়ের সময় মিলার বাবা-মা তাকে স্বর্ণের অলংকারসহ ৩০ লাখ টাকার আসবাবপত্র দেন। বিয়ের কিছু দিনের মধ্যেই মিলা-সানজারির স¤পর্কে ফাটল ধরে। ১০ লাখ টাকা যৌতুক দাবি করে মিলার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন সানজারি। দা¤পত্য কলহের জেরে ২০১৭ সালের ৫ অক্টোবর স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা করেন মিলা। ওই মামলায় সানজারি জামিন পাওয়ার পর ২০১৮ সালের ৩১ জানুয়ারি মিলাকে তালাক দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ