Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অয়নের নতুন গান কী লাভ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

‘পরান’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি দিয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছেন চলতি সুরকার, সঙ্গীতপরিচালক ও সঙ্গীতশিল্পী অয়ন চাকলাদার। গানটি দিয়ে দারুণ আলোচনায় আসেন তিনি। এরইমধ্যে নতুন সিনেমা ও নাটকের জন্যও নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমার গানের পর এবার ‘কী লাভ’ শিরোনামের একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন অয়ন। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অয়ন নিজেই। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। এতে অয়নের সঙ্গে মডেল হয়েছেন পাপড়ী পায়েল। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। অয়ন চাকলাদার বলেন, ‘এখনো আমার ‘চলো নিরালায়’ গানটির রেশ কাটেনি। তবু এরমধ্যে শ্রোতাদের কথা ভেবে নতুন গান প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। ‘চলো নিরালায়’ গানটির মতো এটির কথা-সুরও সবার মন ছুঁয়ে যাবে, আশা করছি। পুরো গানে দর্শক-শ্রোতা সুন্দর একটি চিত্রায়নও দেখতে পাবেন। জামাল হোসেন বলেন, অয়নের জন্য ভেবেই এ গানটির কথা লিখেছি। ওর গায়কীতে অন্যরকম মাদকতা আছে। আমার এ গনাটি তার কণ্ঠে শ্রোতাদের ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ