Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সোশাল মিডিয়া অ্যাপ পার্লার কিনছেন কানিয়ে ওয়েস্ট

| প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সম্প্রতি ইহুদী বিদ্বেষী পোস্ট দিয়ে নিজস্ব টুইটার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারানোর পর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির বিকল্প হিসেবে পরিচিতি পাওয়া সামাজিক যোগাযোগের মাধ্যম ‘পার্লার’ কেনার উদ্যোগ নিয়েছেন র‌্যাপার কানিয়ে ওয়েস্ট। প্রযুক্তি সেবার বাজারে ‘বাকস্বাধীন’ প্ল্যাটফর্ম হিসেবে প্রচারণা চালায় পার্লার নিজেই। কোম্পানিটি সম্প্রতি কানিয়ে ওয়েস্টের সঙ্গে মালিকানা হাতবদলের চুক্তির খবর জানিয়েছে এক সংবাদবিজ্ঞপ্তিতে। ইতোমধ্যেই ওয়েস্টের সঙ্গে সমঝোতায় এসেছে কোম্পানিটি; এ বছরের মধ্যেই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে পার্লার কর্তৃপক্ষ। পার্লার অধিগ্রহণ প্রসঙ্গে ওয়েস্ট বিবৃতিতে বলেছেন, ‘যে বিশ্বে রক্ষণশীল মতামতকে বিতর্কিত হিসেবে বিবেচনা করা হচ্ছে, সেখানে আমাদের নিশ্চিত করতে হবে যে, আমাদের স্বাধীনভাবে মনের ভাব প্রকাশের অধিকার আছে।’ পার্লারের মূল কোম্পানি ‘পার্লামেন্ট টেকনোলজিস’ও চুক্তির বিষয়ে উচ্ছ্বসিত বলে উঠে এসেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে। এই চুক্তি এমন একটি ‘বাতিলের অযোগ্য ইকোসিস্টেম তৈরি করবে যাতে সবার কণ্ঠকেই স্বাগত জানানো হবে’- দাবি করেছে কোম্পানিটি। অক্টোবরের শুরুতেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারান কানিয়ে ওয়েস্ট। তার পরপরই নিজের টুইটার অ্যাকাউন্টেও প্রবেশাধিকার হারান তিনি। টুইটারে তার ওপর সাজার খড়গ নেমে এসেছে ইহুদী বিদ্বেষী পোস্টের কারণে। ওয়েস্ট টুইট করেছিলেন, আজ রাতে আমার একটু ঘুম ঘুম লাগছে। কিন্তু যখন জেগে উঠবো, ইহুদীদের ওপর ডেথ কন ৩-এ যাবো আমি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ