Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লার বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের এমরানিয়া হাফেজিয়া মাদরাসা মাঠে মরহুম মাওলানা মাস্টার মো. আব্বাছ আলী মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার তৃতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বরুড়া ও পার্শ্ববর্তি উপজেলার বাইশটি মাদরাসার শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। ২১ জন শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও এডি ফারুকের সঞ্চলনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন ও সোনাইমুড়ী আলিম মাদরাসার প্রভাষক এসএম কামরুল ইসলাম বকুলসহ আরো অনেকে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মেসবাহুল ইসলাম লতিফি। আলোচনা অংশগ্রহণ করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ তফাজ্জল হোসেন। অনুষ্ঠানের উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ ইকবাল হোসেন পাটোয়ারী, অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম, আবুল কাসেম ও মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ