Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণপিটুনিতে ২ গরু চোর নিহত

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গণপিটুনিতে দুই গরু চোর নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন চোরের সদস্য গুরুতর আহত হয়েছে। গত শনিবার ভোর ৪টায় উপজেলার দক্ষিণ মোহাম্মদপুরের পিপিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতরা হলেন- কুমিল্লা দাউদকান্দি থানার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের জাহিদ আলীর ছেলে আবু মুছা (৩২) ও বরিশাল পাথরঘাটা থানার মদদিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে জুয়েল (৩২)। এ ঘটনায় মাঠবাড়িয়ার খোতখালি গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র মুনসুর (৩৬) গুরুত্বর আহত হয়েছে। দাউদকান্দি মডেল থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, উপজেলার দক্ষিণ মোহাম্মদপুরের পিপিয়াকান্দি গ্রামে আলাউদ্দিন মিয়ার গরুর গোয়ালঘরে অজ্ঞাতনামা ৩/৪ জনের সংঘবদ্ধ চোর তাদের গোয়ালঘর হতে গরু চুরি করিয়া নেওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে তাড়া করে। এ সময় তিন চোরকে আটক করে এবং স্থানীয়রা উত্তেজিত হয়ে তাদেরকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। আহতদের চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আবু মুছা মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় জুয়েলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার চিকিৎসাধীন অবস্থায় কুমেক হাসপাতালে মারা যায়।
নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ