Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশাশুনিতে বিশাল মাহিফল

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আশাশুনি উপজেলার বুধহাটায় বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে বুধহাটা ফুটবল মাঠে বিশাল এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধহাটা দারুল উলুম কওমি মাদরাসার ব্যবস্থাপনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শায়েখে চরমোনাই নায়েবে আমীরুল মুজাহিদীন আল্লামা সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
মাওলানা সালিম উদ্দীন ও মাওলানা ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ খায়রুল বাশার ও জোনায়েদ সিদ্দিকী। সভায় বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। উপজেলার সকল ইউনিয়নসহ সাতক্ষীরা জেলা ও খুলনা জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মুরীদ ও ধর্মপ্রাণ মানুষ যিকির সহকারে মাহফিলে যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ