বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বাঙালি শব্দের আগে ‘দুষ্কৃতকারী’ উল্লেখ করে দেয়া প্রতিবেদনের বিষয়ে হাইকোর্টে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পেলেন গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) আবদুস সামাদ। ভবিষ্যতে এ ধরনের শব্দ ব্যবহারে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতের হাজির হয়ে জেলা প্রশাসক বলেন, তিনি তাঁর প্রতিবেদনে গাইবান্ধা পুলিশের বিশেষ শাখার সুপারের প্রতিবেদন থেকে শব্দ উদ্ধৃত করেছেন। পরে আদালত গাইবান্ধা পুলিশের বিশেষ শাখার সুপারকে শব্দচয়নের বিষয়ে ব্যাখ্যা জানাতে হাইকোর্টে আগামী ২ জানুয়ারি হাজির হতে বলেন। আর জেলা প্রশাসক নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত তাকে অব্যাহতি দেন। একইসঙ্গে সাঁওতালদের ঘটনায় জারি করা রুলের বিষয়ে ১৪ ডিসেম্বর আদেশের দিন ধার্য্য করেন আদালত। আদালতে ডিসির পক্ষে শুনানি করেন নুরুল ইসলাম সুজন এমপি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।