Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আমাকে আর চটুল গানে পাওয়া যাবে না-আসিফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সঙ্গীতশিল্পী তার ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এখনও একের পর এক গান প্রকাশ করছেন। তবে এ সময়ে এসে তার বোধোদয় হয়েছে যে, আর চটুল কথার গান না গাওয়ার। গত বৃহ¯পতিবার আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে এ কথা জানান। তিনি লিখেন, পেশাদার গায়ক হিসেবে এতদিন আমার স্বাধীনতা ছিল সীমাবদ্ধ। হুট করেই কোনো গানের রেকর্ডিং না করে দিতে পারতাম না। দেশ-বিদেশের স্টেজে গাইতে পারলে নিজের এই সীমাবদ্ধতা বহু আগেই উপড়ে ফেলতাম। শুধু রেকর্ডিং করে বেঁচে থাকার মত পেশাদার শিল্পী বাংলাদেশে নাই। অথচ এদেশে আমার পেশাগত অবলম্বন একমাত্র রেকর্ডিং। তিনি লিখেন, ক্যারিয়ারের গত ষোল বছর দীর্ঘ অবরোধে শুধু সারভাইভ করার চেষ্টায় ছিলাম। এখন আর এসব নিয়ে ভাবিনা, নিজের কাঁধের উপর থাকা পরিবারের দায়িত্ব বহুলাংশে কমে এসেছে। এই আওয়ামী জাহেলিয়াতের আমলে শুধু রেকর্ডিং করেই টিকে আছি, ভালই আছি। তিনি বলেন, আমার জীবনে আমার মেয়ে আইদাহ এখন খুব জরুরী। দুই ছেলে প্রতিষ্ঠিত। বয়স বিবেচনায় নিজেরও সংযত হওয়ার সময় এসেছে। হিট করানোর প্ন্যানে তাকধিনাধিন আইটেমগুলো গাওয়ার আর প্রয়োজন বোধ করছিনা। যে সমস্ত কাজের ব্যাপারে চুক্তি রয়েছে সেগুলো স¤পন্ন করা আমার পেশাদারী কমিটমেন্ট। নভেম্বরের পরে ফিল্ম ছাড়া আমাকে চটুল গানে আর পাওয়া যাবেনা। সার্বিকভাবে কথা, সুর ও সঙ্গীতের উপর মনযোগী হওয়ার সময় এসে গেছে। তিনি বলেন, অতীতে যা হবার ভালই হয়েছে, এখন নাম-বদনামের চেয়ে নিজের প্রশান্তিকেই ভালবাসতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ