Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোখের চিকিৎসায় সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোহেল রানাকে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানাকে চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হচ্ছে। গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে তার চোখের সার্জারি হয়। সার্জারির পর সুস্থতার বদলে উল্টো জটিলতায় দেখা দেওয়ায় তাকে সিঙ্গাপুর মাউন্ট নেওয়া হচ্ছে বলে জানান, তার ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ। তিনি বলেন, বাবার অপারেশনটা হয়েছে, সেটা সাকসেসফুল ছিল না। বরং আরো জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। আজ আমরা সেখানে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। তিনি জানান, বাবার চোখে ক্যাটারাক্ট সার্জারি করা হয়েছিল। এর আগেও তার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়। যদিও তাতে হিতে বিপরীত হয়েছে। উল্লেখ্য, সোহেল রানা এখন অনেকটা নিভৃতেই বাসায় জীবনযাপন করেন। নিতান্ত প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ