Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিঙ্গেল কুইন সুমনা হকের আজীবন সম্মাননা লাভ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সঙ্গীতশিল্পী সুমনা হককে বলা হয় বিজ্ঞাপনের জিঙ্গেল কুইন। বিজ্ঞাপনচিত্রের গান বা কণ্ঠ বলতেই নির্মাতাদের কাছে সবার আগে সুমনা হকের নামটি চলে আসে। এ পর্যন্ত সুমনা দুই হাজারেরও বেশি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। ফলে তাকে জিঙ্গেল কুইন বলা হয়। এমন নজির আর কোনো সঙ্গীতশিল্পীর ক্ষেত্রে নেই। এর স্বীকৃতিও তিনি সম্প্রতি পেয়েছেন। বেসরকারি চ্যানেল দেশ টিভির লোগো পরিবর্তন অনুষ্ঠানে তাকে ‘জিঙ্গেল কুইন’ হিসেবে আজীবন সম্মাননা দেয়া হয়েছে। দেশ টিভি পরিবার থেকে সুমনা হকের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সুমনা হক বলেন, দেশ টিভি আয়োজিত নতুন লোগো উন্মোচন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে সম্মানিত করায় আমি সত্যিই পুলকিত ও আনন্দিত। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এদিকে সুমনা হক এখন নিজেকে অনেকটা আড়ালে রাখেন। কোথাও খুব একটা যান না। তবে সম্প্রতি তিনি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বলা যায়য় এটা আমার জন্য একটা রিইউনিয়নের মতো ছিল। সবার সঙ্গে দীর্ঘদিন দেখা নেই, কথাও হয় না। আল্লাহ কতো দিন বাঁচিয়ে রাখবেন তা তিনিই ভালো জানেন। তাই ইচ্ছা হলো যে মিউজিক অ্যাওয়ার্ডে উপস্থিত হই। সেখানে গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে। কত জনের সঙ্গে কতো স্মৃতিং সবার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি, ছবিও তুলেছে অনেকে। সময়টা দারুণ উপভোগ্য ছিল। সুমনা হক জানান, তার কণ্ঠের ‘মায়াবী এ রাতে’ গানটি সর্বাধিক জনপ্রিয়। উল্লেখ্য, সুমনা হক একজন চিত্রশিল্পীও। বর্তমানে তিনি তার পরবর্তী চিত্রপ্রদর্শনীর কাজ নিয়ে ব্যস্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ