Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিমালয়ের ১৬ হাজার ফুট উঁচুতে ইরেশ যাকের!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

তারকা দ¤পতি আলী যাকের ও সারা যাকেরপুত্র অভিনেতা ইরেশ যাকের এখন অভিনয়ে কম করেন। বেছে বেছে কাজ করেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই তার ব্যস্ততা। এর মাঝে তিনি হিমালয়ে আরোহনের সিদ্ধান্ত নেন। মূলত বেড়ানোর অংশ হিসেবে তিনি হিমালয় গিয়েছেন। হিমালয়ের ট্রাকিং পয়েন্ট সেরগো বির চূড়ায় উঠেছেন। ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা ১৬ হাজার ৩৬৩ ফুট। অর্থাৎ তিনি হিমালয়ের উচ্চতার (২৯ হাজার ফুটের বেশি) অর্ধেকের বেশিতে উঠেছেন। সেখান থেকে ছবি তুলে পাঠিয়েছেন মা সারা যাকেরকে। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। ইরেশ যখন হিমালয়ে উঠতে শুরু করেন তখনও সারা যাকের ছবি পোস্ট করে লিখেছিলেন, ইরেশ এবার হিমালয়ের ১৪ হাজার ৫০০ ফুট উঁচুতে। তার লক্ষ্য, ১৬ হাজার ফুট। হয়তো সেখানে পৌঁছাতে পারবে ইরেশ যাকের। ইরেশ সে লক্ষ্যে পৌঁছেই মাকে ছবি তুলে পাঠিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ