Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরুখের সংঘর্ষ এড়াতে ‘ফাইটার’-এর মুক্তির দিন বদলালেন হৃতিক?

| প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বারবার মুক্তির দিন পরিবর্তন করে ২৫ জানুয়ারি ‘ফাইটার’-এর মুক্তির দিন চূড়ান্ত হয়েছে। একইদিনে মুক্তি পেতে পারে রণবীর কাপুরের আগামী ছবিও। উল্লেখ্য, এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ছবি মুক্তির কথা ছিল। সেই দিন পরিবর্তন করে ২০২৩ সালের জানুয়ারিতে ফাইটারের মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় শাহরুখ খানের নতুন ছবি পাঠানের সঙ্গে ফাইটারের বক্স অফিসে ‘ফাইট’ হবে বলে সেই দিনও বদলে ফেলা হয়। নতুন বছরের স্পেটেম্বর মাসে ‘ফাইটার’-এর মুক্তির খবর প্রকাশ্যে আসে। তিনবার মুক্তির দিন পরিবর্তনের পর আগামী ২৫ জানুয়ারি হৃতিক-দীপিকার ছবি মুক্তির দিন চূড়ান্ত হল। একদিকে যখন হৃতিক নিজের সোশাল মিডিয়ায় ছবির পোস্টার করে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’-এর মুক্তির দিন প্রকাশ্যে এনেছেন তখন অন্যদিকে দীপিকাও নিজের ইনস্টা হ্যান্ডলে ছবি মুক্তির তারিখ শেয়ার করেছেন। হৃতিক রোশন, দীপিকা পাডুকোনের সঙ্গে ‘ফাইটার’-এ দেখা যাবে বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরকে। নিজের সোশাল মিডিয়া পেজে সিনেমা মুক্তির সুখবর শেয়ার করেছেন ‘মিস্টার ইন্ডিয়া’।
শাহরুখ খানের পাঠানের সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে ফাইটারের মুক্তির দিন পরিবর্তন করা হয়েছিল। উল্লেখ্য, ২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তি পাবে লাভ রঞ্জন পরিচালিত ছবি যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। তাই বক্স অফিসে হৃতিক-রণবীরের যুদ্ধ জমে উঠবে সে কথা কিন্তু বলার অবকাশই রাখছে না। ২০০৮ সালে ‘বাচনা এয় হাসিনো’-এ সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কাজ করেছিলেন দীপিকা। এরপর হৃতিকের সঙ্গে ফাইটারে কাজের সুবাদে দ্বিতীয়বার পরিচালকের সঙ্গে কাজ করলেন হলি ডিভা দীপিকা পাডুকোন। ২০১৪ সালে ‘ব্যাং ব্যাং’ ও ২০১৯-এ ‘ওয়ার’-এ পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কাজ করেছেন হৃতিক রোশন। গত বছর জন্মদিনে ফাইটারের মোশন পোস্টার শেয়ার করে দীপিকার সঙ্গে প্রথমবার জুটি বাঁধার খবর শেয়ার করেছিলেন হৃতিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ