রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জামালপুরের ইসলামপুর উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুখে কালোকাপড় বেঁধে অবস্থান কর্মসূচি করেছেন কর্মরত সাংবাদিকরা। গতকাল শনিবার সকালে উপজেলার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত থানা মোড় ঐতিহাসিক বটতলা চত্বরে বসে সাংবাদিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার কর্মরত সাংবাদিকরা ইসলামপুরের সাংবাদিকদের কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য যে, গত বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভার সদস্য ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন পৌর শহরের বাইপাস সাড়কে পাথরঘাট এলাকায় অবৈধভাবে নদী ভরাট নিয়ে বক্তব্য রাখেন। এতে উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের বাবুল ক্ষিপ্ত হয়ে তার কাউন্টার বক্তব্যে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।