রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাগেরহাটের মোল্লাহাটে নিজ বসত ঘরের ভেতর থেকে পিতা মো. হায়দার মোল্যা (২৮) ও তার পুত্র জিসানের (৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের তাদের বসত ঘরের ভেতর থেকে এই লাশ উদ্ধার করা হয়।
হায়দার মোল্যা ওই গ্রামের সলেমান মোল্যার ছেলে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, হায়দার মোল্যা গত দুই মাস ধরে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। হায়দার মোল্যার সাথে তার স্ত্রী জোবাইরা খাতুনের পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে গত ৬/৭ মাস ধরে তিনি তার পিতার বাড়িতে অবস্থান করেন। মো. হায়দার মোল্যার শিশু পুত্র জিসান তার দাদীর সাথে তার বাড়িতে থাকতো। গত ২৭ অক্টোবর রাতে হায়দার মোল্যা ঢাকা হতে বাড়িতে আসে। গত শুক্রবার সন্ধ্যায় হায়দার মোল্যা তার বসত ঘরের ভেতর শিশু পুত্র জিসানকে (৩) বালিশ চাপা দিয়ে হত্যা করে নিজে তার ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা তার বসত ঘরের দরজার ভেতর থেকে দীর্ঘ সময় বন্ধ থাকায় সন্দেহ হয়। ডাকাডাকির একপর্যায়ে কারো কোন সাড়া শব্দ না পেলে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মো. হায়দার মোল্যা ও তার শিশু পুত্র জিসানের লাশ দেখতে পায়। পরে তারা মোল্লাহাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।