রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালীর কলাপাড়ায় এক তরুনীকে (১৮) ভয় দেখিয়ে দেড় মাস ধরে ধর্ষণের অভিযোগে ইয়াসিন হাওলাদার নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শুক্রবার বিকালে অভিযুক্তকে ধরতে পুলিশ ধাওয়া দিলে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। পরে লালুয়া ইউপির চান্দুপাড়া গ্রাম থেকে পালিয়ে থাকার চার মাস ২১ দিন পর তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ৭ জুন ভুক্তভোগী তরুনীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করেন, ওই তরুনীর বাবা-মা প্রতিদিন রাতে বাড়ির পাশের খালে মাছ শিকার করেন এবং ওই সময়ে তরুনী বাসায় একা থাকতেন।
এ সুযোগে গত বছরের পহেলা অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাতে ইয়াসিন হাওলাদার ওই তরুনীকে ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
পরে এ বছরের ৪ মে ওই তরুনীর অন্যত্র বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েক দিন পর তার শারীরিক পরিবর্তণ দেখা দিলে তরুনী অসুস্থ্য হয়ে পড়ে। ওই সময় শ্বশুড় বাড়ির লোকজন তাকে চিকিৎসকের কাছে নিলে জানতে পারে সে সাত মাসের অন্তঃসত্বা।
ওইদিনই তরুনীকে শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিলে পরিবারের চাপের মুখে তরুনী অভিযুক্ত ইয়াসিন কর্তৃক তার ওপর নির্যাতনের কথা জানায়। এদিকে ওই তরুণি একটি পুত্র সন্তানের জন্ম দিলে বর্তমানে আড়াই মাস বয়সী সন্তানকে নিয়ে এখন তিনি বাবার বাড়িতে মানবেতর জীবন যাপন করছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, অভিযুক্ত প্রায় ৫ মাস গা ঢাকা দিয়ে থাকলেও গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।