রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মুরাদনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠকে পুকুরে পরিনত করে মাটি কেটে নিয়ে গেছেন ঠিকাদার! এ বিষয়ে ইনকিলাবসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের ছয় দিনের মাথায় সেই গর্তটিকে মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন অভিযুক্ত সাবকন্ট্রাক্টর মিজান। গত ২৩ অক্টোবর ইনকিলাবে সংবাদ প্রকাশিত পর থেকে শুরু করে টানা ছয়দিন পর শুক্রবার সন্ধ্যায় মাটির ভরাটের কাজ শেষ করা হয়। উল্লেখ্য, কুমিল্লার মুরাদনগর উপজেলার ভিটি পাচঁপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ করতে গিয়ে গত ৮ মাস আগে কাউকে না জানিয়ে বিদ্যালয়ের খেলার মাঠকে পুকুরে পরিণত করে মাটি নিয়ে যায় ঠিকাদার। ঠিকাদারের বিরুদ্ধে বহুবার বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগ দিলেও দীর্ঘ ৮ মাসে কোন সুরাহা হয়নি। ঘটনাটি জানতে পেরে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের নজরে আনেন স্থানীয় সাংবাদিকরা। পরে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ওই ঠিকাদারের মাধ্যমে মাটি দিয়ে সেই স্কুলের খেলার মাঠের গর্তটি ভরাট করানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।