Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাষাঢ়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ৬:২৬ পিএম

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জয়নুর রহমান জনি (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) ভোরে সরকারি মহিলা কলেজের সামনে রেললাইনের পাশে ঘটনাটি ঘটে।

বাড়িতে ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে শুক্রবার রাতে কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বাসে উঠেন জনি। ভোরে চাষাঢ়ায় বাস থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি রেললাইনের পাশে যান।

পরে ফতুল্লায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার পায়ের হাঁটুতে একাধিকবার ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

পরে নাম পরিচয় শনাক্ত করে এবং ময়না তদন্তের জন্য লাশ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।নিহত জনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চর প্রাগপুর গ্রামের লালটু মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে ফেইম এ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় জুনিয়র কিউ আই পদে কর্মরত ছিলেন।

রেলওয়ে থানা পুলিশের ঢাকা জেলা রেলওয়ে সার্কেল এর সহকারি পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল দেখেছি। পরে লাশের পাশে পড়ে থাকা ব্যাগ তল্লাশি করে আইডি কার্ড দেখে নাম পরিচয় জানতে পারি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ