Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় দূর্বল হয়ে মিলিয়ে গেলেও রেখে গেছে ভয়বহ ক্ষতচিঞ্হ

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ৫:২৭ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাং দক্ষিণাঞ্চলের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বণ্যা নিয়ন্ত্রন বাঁধ এবং বন সহ নগর ও গ্রামীন যোগাযোগ অবকাঠামোর ক্ষতির পরিমান প্রায় ২শ কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে। গত সোম ও মঙ্গলবারের এ ঝড়ের প্রভাবে দক্ষিণাঞ্চলে যে ক্ষতি হয়েছে তা পূণর্বাশনে কতদিন সময় লাগবে, তা বলতে পারেছন না সংশ্লিষ্ট কতৃপক্ষ। শুধু বরিশাল মহানগরীর রাস্তাঘাটের যে ক্ষতি হয়েছে তা পূণর্বাশনে শতাধিক কোটি টাকার প্রয়োজন হতে পারে। তবে এ ঝড়ে সাধারন মানুষের হাজার গাছ পড়ে গেছে। আর গাছ পরে বিপুল সংখ্যক ঘর বাড়ীরও ব্যপক ক্ষতি হয়েছে। যে হিসেব টাকার াংকে কেউ করেনি। অপর দিকে দূর্বল পয়ঃনিস্কাশন ব্যবস্থার কারণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতে এনগরীর রাস্তাঘাট প্লাবনমুক্ত হতে সময় লেগেছে প্রায় ৩দিন। মাঝারী মাত্রার এ ঝড় প্রতিহত করতে ক্ষত বিক্ষত হয়েছে উপক’লীয় বনভ’মিও। একইভাবে উপক’লীয় বণ্যা নিয়ন্ত্রন বাঁধ সহ দক্ষিণাঞ্চলের পল্লী অবকাঠামোরও ব্যপক ক্ষতি হয়েছ।
দক্ষিণাঞ্চলের ৬ জেলার মাঠে থাকা প্রায় ৭ লাখ ১০ হাজার হেক্টর ফসলের মধ্যে প্রায় ১৫ হাজার ঝড়ের ক্ষতির কবলে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরমধ্যে ১২ হাজার হেক্টর জমির আমন ধান মারাত্মক প্লাবনের শিকার। কৃষি সম্প্রসারন অধিদপ্তর-ডিএই দু একদিনের মধ্যে চুড়ান্ত ক্ষতির হিসেব মন্ত্রনালয়ে জানাবে । তবে বাস্তবে প্লাবিত জমির পরিমান লক্ষাধিক হেক্টরেরও বেশী বলে মাঠ পর্যায়ে খোজ নিয়ে জানা গেছে। আমনের বাদেও মাঠে থাকা বিভিন্ন ধরনের সবজি, পান, কলা ও পেপে বাগানেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
অপরদিকে সিত্রাং-এ ভর করে প্রবল বর্ষণ সহ স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট উচ্চতার জোয়ারে দক্ষিণাঞ্চলের মৎস্য সেক্টরেও ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য অধিদপ্তরের প্রাথমিক প্রতিবেদনে টাকার অংকে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২৭ কোটি টাকা বলে জানান হলেও মৎস্য চাষী ও মৎস্যজীবীদের মতে, ভেসে যাওয়া মাছ ও মাছের পোনা এবং অবকাঠামো সহ দক্ষিণাঞ্চলে মৎস্য সেক্টরে ক্ষতির পরিমান শতাধিক কোটি টাকা। সিত্রাং-এর প্রবল বর্ষণ ও জোয়ারে দক্ষিণাঞ্চলে প্রায় ১২ হাজারেরও বেশী পুকুর, দিঘি ও মাছের ঘের প্লাবিত হয়। এছাড়াও ৫৫টি মাছধরা নৌকা ও ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এঅঞ্চলে কোন জেলের মৃত্যু বা নিখোজের খবর নেই। বৃষ্টি আর জোয়ারের পানিতে পোনা ছাড়াও মাছ ভেসে যাওয়ায় এ অঞ্চলের অনেক মৎস্যজীবী সর্বশান্ত হয়ে গেছে। মৎস্য সেক্টরে বরিশাল, ভোলা ও পটুয়াখালীতেই সর্বাধিক পরিমান ক্ষতি হয়েছে বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
অপরদিকে প্রাণি সম্পদ সেক্টর থেকেও যথেষ্ঠ দুঃসংবাদ পাওয়া গেছে। সিত্রাং-এর তান্ডবে দক্ষিণাঞ্চলের ৪২ উপজেলার ২০৯টি ইউনিয়নে গবাদিপশু এবং হাঁস-মুরগির খামারের যথেষ্ঠ ক্ষতি হয়েছে। প্রাণি সম্পদ অধিদপ্তরের মতে প্রায় ৩৪ হাজার গরু, ১০ হাজার মহিষ, ২৮ হাজার ছাগল এবং ২ হাজার ভেড়া ছাড়াও প্রায় আড়াই লাখ মুরগী ও ৯০ হাজার হাঁস দূর্যেগের শিকার হয়েছে। ঝড়ের বিপর্যয়ের শিকার এসব প্রাণির মধ্যে ইতোমধ্যে প্রায় ১৭ হাজার মুরগী ও আড়াই হাজার হাঁস ছাড়াও আড়াইশরও বেশী মহিষ, ৪২টি গরু, ১৩০টি ছাগল ও ৮০টি ভেড়ার মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় ১০ হাজার হেক্টর চারনভ’মি প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাণি সম্পদ সেক্টরে দ্বীপ জেলা ভোলাতেই ক্ষতির পরিমান সর্বধিক। সিত্রাং-এ ভর করে আসা ঝড় জলোচ্ছাসে দক্ষিণাঞ্চলে প্রাণিসম্পদ সেক্টরে ক্ষতির পরিমান প্রায় ৫ কোটি টাকারও বেশী বলে জানিয়েছেন হাঁস-মুরগী ও গবাদিপশুর খামারীগন।
এ ঝড়ে পল্লী অবকাঠামোরও ব্যপক ক্ষতি হয়েছে। এলজিইডি এবং জেলা ও উপজেলা পরিষদ এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব করছে। তবে এ সেক্টরেও ক্ষতির পরিমান ব্যপক বলে জানা গেছে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং দূর্বল হয়ে ভোলা-হাতিয়া ও সন্দীপ উপক’লে আঘাত হানলেও তাকে প্রথমেই প্রতিহত করতে গিয়ে উপক’লীয় বনাঞ্চলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বন বিভাগের উপক’লীয় বন অঞ্চল থেকে প্রাথমিক যে প্রতিদেবন তৈরী করেছে তাতে ক্ষতির পরিমান প্রায় ৭ কোটি বলে জানা গেছে। দেশের ৭১০ কিলোমিটার উপক’লীয় এলাকায় ইতোমধ্যে প্রায় সোয়া ২ লাখ হেক্টর বনভ’মি সৃজন করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা একের পর এক ঘূর্ণিঝড় প্রতিহত করতে গিয়ে সুন্দরবন সহ উপক’লীয় লবনাম্বুজ বনভ’মি বার বারই ক্ষত বিক্ষত হচ্ছে। এরপরেও এসব বনভ’মিই যেকোন প্রাকৃতিক দূর্যোগ প্রতিহত করতে ‘প্রকৃতির ঢাল’ বা ‘রক্ষা কবজ’ হিসেবেই কাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ