বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ভুয়া দলিল আর আদালতের ভুয়া রায় নিয়ে আর ওসব দেখিয়ে কৌশলে দুই কোটি টাকা মূল্যের ২৯ শতক জায়গার মালিকানা দাবিদার দীপন বিশ্বাস (৫০) নামে এক প্রতারককে আটক করেছে নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনওর কৌশলী ভূমিকায় তাকে আটক করা হয়েছে। আটক দীপন বিশ্বাস (৫০) রাউজান উপজেলার মৃত দুর্গাচরণ বিশ্বাসের পুত্র। ওই জায়গায় ভবনও তৈরী করেন তিনি। জেলা প্রশাসক উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের জন্য ২৯ শতক জায়গা অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করলে ক্ষতিপূরণ বাবদ দুই কোটি টাকা দাবি করেন দীপন বিশ^াস। সেমতে প্রশাসন ক্ষতিপূরণের প্রস্ততিও নেয়। কিন্তু আনোয়ারার কৌশলী ইউএনও শেখ জোবায়ের আহমদের সন্দেহ হলে তিনি দীপন বিশ্বাস ও তার জায়গার সম্পর্কে তথ্য খোঁজ শুরু করেন। শেষ রক্ষা হয়নি দীপন বিশ^াসের। অনেকটা কৌশল করে তাঁকে আটকান ইউএনও শেখ জোবায়ের আহমেদ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, আনোয়ারা উপজেলা সদরের ফায়ার সার্ভিস সংলগ্ন জায়গায় আনসার ভিডিপি কার্যালয়ের জন্য ২৯ শতক জায়গা অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। সেখানে জায়গা ও দখলকৃত একটি পুরনো ভবনের জন্য দুই কোটি টাকা ক্ষতিপূরণের প্রস্ততিও নেয় প্রশাসন। তবে টাকা বুঝিয়ে দেওয়ার আগে আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদের নজরে আসে ওই জায়গার দলিল ও আদালতের রায় ভুয়া। আর এতে করে দীপন বিশ্বাস ওই জায়গার মালিক সেজে ক্ষতিপূরণের টাকা বুঝে পাওয়ার আগেই তাকে পাকড়াও করেন আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।