রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ির রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ আওতাধীন দূর্গম প্রত্যন্ত ও পিছিয়েপড়া জনপদ কলাবাড়ী এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে কলাবাড়ী মসজিদ কমিটির দানকৃত আড়াই একর জায়গার ওপর জেলা প্রশাসনের অর্থায়নে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা প্রশাসনের অর্থায়নে উক্ত বিদ্যালয় নির্মাণের ভিক্তিপ্রস্থর স্থাপন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচি চৌধুরীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, ওসি মো. মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার, সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি মোস্তফা হোসেন, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীরসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য বলেন, মসজিদের দানকৃত ভূমিতে বিদ্যালয় নির্মাণ নিঃসন্দেহে অন্যন্য ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, শিক্ষার প্রসারে এলাকার ধর্মপ্রাণ মুরুব্বীগণ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা শুধু খাগড়াছড়ি নয় বরং বাংলাদেশেই একটি অনন্য দৃষ্টান্ত। তিনি আরো বলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসন জেলায় আরো কোথাও প্রয়োজন হলে স্কুল প্রতিষ্ঠায় আগ্রহী। পাহাড়ে দরিদ্রতা, অনগ্রসরতা ও সামাজিক কুসংস্কার নিরসনে শিক্ষায় হোক হাতিয়ার। এসময় জেলা প্রশাসক বিদ্যালয় নির্মাণে ৫ লাখ টাকার চেক প্রদান ও সরকারি টেস্ট রিলিফ থেকে আরো ৩ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।