রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুমিল্লার মুরাদনগরের সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদরাসার সহকারি শিক্ষককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিক্ষকের নাম সাজ্জাদ হোসেন সাজু। তিনি খুলনা জেলার দৌলতপুর উপজেলার মহেশ্বর সাহাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা সারে তিনটার দিকে ওই ছাত্রী (১৪) সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদরাসার সহকারি শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুর ভাড়া বাসায় প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ার এক পর্যায়ে বিকেল চারটার দিকে ঘরের মধ্যবর্তী রুমের ভেতরে ওই ছাত্রীকে ডেকে নিয়ে শিক্ষক সাজ্জাদ তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ওই শিক্ষক ছাত্রীকে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখান।
মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর মা বাদী হয়ে মাদরাসা শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুর বিরুদ্ধে গত বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর রাতে সাজ্জাদ হোসেনকে মাদরাসা থেকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার তাকে কুমিল্লা আদালতে প্রেরন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।