Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদ উঠার আগেই তাদের নেতাদের কোরবানি দেয় বিএনপি হানিফ

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সংলাপে যোগ দিতে বিএনপিকে আমন্ত্রণ দেয়াকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আরও বলেন, বিএনপি তাদের নেতাদের চাঁদ উঠার আগেই কোরবানি দিয়ে দেয়।
গতকাল সোমবার রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্যে হানিফ এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ দলের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানকে সংবর্ধনা দেয়।
মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে মরহুম প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেবও সবার সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের মাধ্যমে সুন্দর নির্বাচন কমিশন উপহার দিয়েছিলেন। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রেসিডেন্ট বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি সবার সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন তিনি উপহার দেবেন।
বিএনপি বারবার নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় দাবি করে হানিফ বলেন, বিএনপির অভ্যাস নির্বাচন ও নির্বাচন কমিশনকে বিতর্কিত করা। আন্দোলনের কোনো ইস্যু না পেয়ে তারা ইস্যু  তৈরি করতে চায়। এই ষড়যন্ত্রে সব সময়ই বিএনপি ব্যস্ত থাকে।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বর্জন করতে পারে সন্দেহ প্রকাশ করে হানিফ বলেন,  তৈমুর খন্দকার এবার প্রার্থী হলেন না কেন? তিনি একটি টিভি চ্যানেলকে বলেছেন একটা কারণ আছে সেটা বলা যাবে না। সেই কারণ হলো নির্বাচনের আগের রাতেই তাকে নির্বাচন প্রত্যাহার করতে হয়েছিল।
তিনি বলেন, আসলে নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নিজেদের প্রার্থীকে কোরবানি দিতে দ্বিধাবোধ করে না। এই ভয়ে এবার তৈমুর নির্বাচনে প্রার্থী হননি। আসলে বিএনপি চায় যে কোনো মূল্যে নির্বাচনকে বিতর্কিত করতে।
নারায়ণগঞ্জের বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার এবার প্রার্থী না হওয়ার বিষয়ে হানিফ আরও বলেন, গেল নির্বাচনের আগে বিএনপি নেতা তৈমুরকে দল থেকে হঠাৎ বলা হলো নির্বাচন প্রত্যাহার করতে। তখন মন খারাপ করে তিনি বলেছিলেন কোরবানির গরুকেও মানুষ গোসল করার সময়  দেয়া হয় আমাকে তো তাও দেয়া হলো না। সম্ভবত সে কারণেই এই বছর সিটি নির্বাচনে তিনি প্রার্থী হলেন না। এটাই প্রমাণ করে তারা শুধু অন্য দলের নয় নিজ দলের নেতাদেরও কুরবানি দিয়ে  দেয়।
বিএনপির সকল কর্মকা-কে অন্তহীন ষড়যন্ত্র আখ্যা দিয়ে হানিফ বলেন, আজও বাংলাদেশে বিএনপি পাকিস্তানের প্রেতাত্মা হিসেবে কাজ করছে। সে কারণেই তাদের কোনো কাজ রাষ্ট্রের মঙ্গলের কথা ভেবে করা হয় না। এক অন্তহীন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তারা পথ চলছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের জন্য বিএনপির দাবির প্রতিবাদ জানিয়ে হানিফ বলেন, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে এমন কোনো পরিবেশ সৃষ্টি হয়নি যে সেখানে সেনা  মোতায়েন করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, নির্বাচন কমিশনের বিষয়ে গোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে বিএনপি আকাশের ঠিকানায় চিঠি দিচ্ছে। এটাও অবাস্তব। তারা সংলাপের কথা ভাবছে সেটাও সম্ভব না। আ’লীগ বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে সংলাপে বসবে না। আমরা বিশ্বাস করি প্রেসিডেন্টের উদ্যোগে সংবিধান অনুযায়ী একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হবে এবং সে কমিশনের অধীনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। অন্যথায় তাদের পরিণতি আরো ভয়াবহ হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আ’লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আগামী নির্বাচনে আ’লীগ শুধু অংশই নিবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে। সে লক্ষ্যে আ’লীগ তথা দলের সকল অঙ্গ সংগঠন কাজ করছে।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি শামসুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি হাবিবুর রহমানসহ উপস্থিত ছিলেন শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হানিফ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ