Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মোল্লাহাটে বেইলি ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক খালে, যান চলাচল ব্যাহত

মোল্লাহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ৬:৫০ পিএম

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গাওলা পাগলা বাজারের বেইলি ব্রিজটি ভেঙে বালুবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে খুলনা-মোল্লাহাট পুরাতন সড়কের গাওলা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার ভোর ৬ টার দিকে বালুবোঝাই ট্রাকটি ব্রিজে উঠতেই বিকট শব্দে ব্রিজটি ভেঙে পড়ে। বিকাল পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।
স্থানীয়রা জানান, রুপসা থেকে একটি বালুবাহী ট্রাক বাগেরহাটের নাশুখালীর দিকে যাচ্ছিল। এসময় পাগলা বাজারের দুর্বল বেইলি ব্রিজের উপর ট্রাকটি উঠলে বিকট শব্দে ব্রিজটি ভেঙ্গে খালের মধ্যে পড়ে যায়। এ ঘটনায় ওই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) সোমেন দাশ বলেন, মোল্লাহাট উপজেলার মধ্য দিয়ে পুরাতন সড়ক ধরে ওই ট্রাকটি বালু নিয়ে নাশুখালী এলাকায় যাচ্ছিল। ভোর ৬ টার দিকে পাগলা বাজারে বেইলি ব্রিজে বালুবোঝাই ট্রাকটি উঠলে অতিরিক্ত ওজনের ফলে ব্রিজটি ভেঙে যায়। খবর পেয়ে মোল্লাহাট থানা থেকে ঘটনাস্থলে যায়। তিনি আরো বলেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারা দ্রুত ট্রাকটি উদ্ধার করে ব্রিজটি সংস্কার বা পুণনির্মাণ করার ব্যবস্থা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ