Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দিনাজপুর থেকে ৬০ হাজার নেতাকর্মী রংপুরের সমাবেশে যোগ দিচ্ছে

পরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেল সাইকেল ও পায়ে হেঁটেই রওনা দিয়েছে নেতা কর্মীরা

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ৫:৩৮ পিএম

শনিবার রংপুরে বিএনপি'র মহাসমাবেশ কে কেন্দ্র করে রংপুর বাস মালিক সমিতি ডাকা পরিবহন ধর্মঘটের কারণে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে কোন বাস রংপুরে প্রবেশ করছে না। মহা সমাবেশে যোগদানকারী নেতাকর্মীরা সাইকেল মোটরসাইকেল ও পায়ে হেঁটে রংপুরের দিকে যাচ্ছে। এটা কর্মীদের রংপুর মুখী ঢল চোখে পড়ছে সৈয়দপুরের পর ও বদরগঞ্জের পর। মূলত রংপুরের প্রবেশদ্বার হিসাবে দিনাজপুর অঞ্চলের নেতাকর্মীরা ব্যবহার করছে। আজ দুপুরে জুমার নামাজের পরে দিনাজপুর থেকে কয়েকশো মোটরসাইকেল যোগে রওনা দেয় রক্তের দিকে। দিনাজপুর অঞ্চলে বাস চলাচল করলেও সৈয়দপুর পর্যন্ত যেতে পারছে না। অপরদিকে পার্বতীপুর পৌরসভা নির্বাচন ইস্যুতে পরিবহন ধর্মঘট চড়ায় এদিক দিয়েও বাসগুলি যেতে পারছে না। তাই পায়ে হেঁটে যাওয়া নেতাকর্মীরা সৈয়দপুর ও পার্বতীপুর পর্যন্ত যে তারপরেই হেঁটে চলো নীতি গ্রহণ করছে। দিনাজপুর থেকে ব্যাটারিচালিত তিন চাকার বাহনে রওনা হওয়া কয়েকশত নেতাকর্মীর মধ্যে আলাপ হলো হাসিবুর রহমান নামে এক যুবকের সাথে। তারা জানালো আজ রাতে খাওয়াও থাকার জন্য শুকনো খাবারের সাথে কাঁথা কম্বল নিয়ে নিয়েছে। অনেকেরই আশঙ্কা কাল সকাল থেকে পায়ে হেঁটে ঢুকলেও বাধার মুখে পড়তে পারে। আলাপ হল জেলা বিএনপির অন্যতম নেতা মাহবুব আহমেদের সাথে তিনি জানালেন দিনাজপুর থেকে অন্তত ৬০ হাজার নেতাকর্মী রংপুরে যাবে। রংপুরে পৌঁছানোর ক্ষেত্রে আগে থেকেই নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। যত বাধাই আসুক নেতাকর্মীরা রংপুরের সমাবেশে যোগ দিবে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ