Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

উলিপুরে প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট

উলিপুর (কুুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ৪:৩৮ পিএম

কুড়িগ্রামের উলিপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় প্রতিবন্ধী পরিবারের বাড়ী-ঘরে হামলা, ভাঙ্গচুর-লুটপাট ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর/২২ইং রাত আনুমানিক ৮ টায় উপজেলার তিস্তানদীর উপকন্ঠে কর্পূরা চাপরার পাড় নামক গ্রামে। এ ব্যাপারে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাপ্ত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঐ গ্রামের মৃত মোবারক আলীর প্রতিবন্ধী পুত্র আঃ মজিদ (৬০) এর সাথে পার্শ্ববর্তী কর্পূরা কদমতলা গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র আঃ হান্নান ও তার ছেলে একরামুলের জমির ভাগ- বাটোয়ারা নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসলে আঃ হান্নান গং বিভিন্ন সময় আঃ মজিদ ও তার পবিরারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দিয়ে আসে।
এমতাবস্তায় বিগত ৮ সেপ্টেবর/২২ইং দিবাগত রাত আনুমানিক ৯ টায় আঃ হান্নান তার পুত্র একরামুলের সহায়তায় আঃ মজিদকে কৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে তিস্তা নদীর দূর্গম চরের ফাঁকা জায়গায় নিয়ে যেতে ধরলে আঃ মজিদ তা বুঝতে পেরে প্রাণ বাঁচাতে কৌশলে সেখান থেকে নিকটস্থ একটি বাড়ীতে এসে আশ্রয় নেয়। আঃ হান্নান ও একরামুল পিছনে ধাঁওয়া করে মার-মার, ধর-ধর শব্দে ঐ বাড়ীতে প্রবেশ করে আঃ মজিদের উপর হামলে পরে এবং বেধরক কিলঘুসি-মারপিট করে এক পর্যায় মাটিতে লুটিয়ে পরলে গলা চিপে ধরে মজিদ হত্যার চেষ্টা করা হয় ।

এ সময় স্থানীয়রা শোরগোল শোনে দৌঁড়ে এসে আঃ মজিদকে উদ্ধার করে অসুস্থ্য অবস্থায় উলিপুর সদর হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় আঃ মজিদ পরের দিন উলিপুর থানায় একটি এজাহার দাখিল করে। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধীকবার আপোষের চেষ্টা করলেও আঃ হান্নান তা মানেনি, উপরন্ত থানায় অভিযোগ করায় আঃ মজিদ ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে পরে।

এরোই ধারাবাহীগতায় ঘটনার দিন গত ২৪ অক্টবর/২২ইং দিবাগত রাত আনুমানিক ৮ ঘটিকায় আঃ মজিদসহ গ্রামের লোকজন স্থানীয় বাজারে অবস্থান করার সুযোগে আঃ হান্নান ও একরামুল তাদের সঙ্গীয় গুন্ডা বাহিনী নিয়ে স্বদল বলে আসহায় আঃ মজিদের বাড়ী-ঘরে হামলা করে ভাংচুর-লুটপাট করে প্রায় ২৫ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে।
এসময় আঃ মজিদের স্ত্রী রওশনারা বেগম তাদের হেন কর্মকান্ডে বাঁধা নিষেধ করলে তাকে এলোপাতারী ভাবে মারপিট করে পরনের কাপরসহ শরীরের বিভিন্ন অংশে টেনে-হেচড়ে শ্লীলতাহানী ঘটায় এবং গায়ের স্বর্ণলোঙ্কার ছিনিয়ে নেয়। এ ব্যপারে পরের দিন ২৬ অক্টবর আঃ মজিদ বাদী হয়ে উলিপুর থানায় অভিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে অসহায় পরিবারটির মাঝে ভূমি দস্যু হান্নান বাহিনীর আক্রমনের আতঙ্ক বিরাজ করছে বলে একাধিক সুত্র জানিয়ছে।
সৃষ্ট এ ঘটনার পর ঐ এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করায় যে কোনো সময় একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংর্ঘের আসঙ্কা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ