বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় নবী হোসেন নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল গতকাল দুপুরে এ রায় ঘোষণা করেন। এসময় মামলার আসামি পলাতক ছিলেন। সাজাপ্রাপ্ত মো. নবী হোসেন আড়াইহাজারের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, ২০১০ সালের ১ জানুয়ারী ভোরে সোনারগাঁয়ের সাদিপুর এলাকায় বাড়িতে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণের পর গলায় রুমাল পেচিয়ে হত্যা করে প্রতিবেশী নবী হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ওই বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। ঘটনার চারদিন পর আড়াইহাজার থেকে নবীকে গ্রেফতার করা হয়। পরে আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে জামিনে বেরিয়ে পালিয়ে যান। মামলাটিতে পুলিশ, চিকিৎসকসহ ১১ জনের সাক্ষ্য শেষে আদালত আসামি নবী হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।