বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
র্যাবের মহাপরিচালক (ডিজি) এম. খুরশীদ হোসেন বলেছেন, র্যাব দেশের সাধারণ জনগণের কাছে যেমন ভালোবাসা, আস্থা ও নিরাপত্তার প্রতিক, তেমনি অপশক্তি, সন্ত্রাসী, জঙ্গি, মাদক কারবারিদের কাছে র্যাব হবে আতঙ্কের প্রতিক।
গতকাল দুপুরে ভোলার দৌলতখান উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ ও চৌকিঘাট এলাকায় ১০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে হয়তো রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে, সেই সাথে সন্ত্রাস জঙ্গিবাদের তৎপরতা আরো বৃদ্ধি পেতে পারে। তবে এসব সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার জন্য র্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত রয়েছে। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি বান্দরবনের রামুর পাহাড়ি এলাকায় সফল অভিযানের চিত্র তুলে ধরে বলেন, সাংবাদিকরা হচ্ছেন আমাদের দর্পণ। গোয়েন্দা তথ্যের পাশাপাশি সাংবাদিকরাও তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা করেন। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান। এসময় তিনি আরও বলেন, আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত রয়েছে।
পরে তিনি স্পিডবোট দিয়ে দৌলতখানে ক্ষতিপ্রস্ত মেঘনা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে চৌকিঘাট এলাকায় গিয়ে খাদ্রসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের পরিচালক (অপারেশন উইং) লে. কর্ণেল মো. জিয়াউর রহমান, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদ, র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর, ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।