বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার চরফ্যাশন উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এসময় যুবদল ছাত্রদলসহ তাদের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবী করছে যুবদল সভাপতি। এর মধ্যে গুরুতর ২০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের বাসায় এ ঘটনা ঘটে। উপজেলা যুবদল সভাপতি আশরাফুল ইসলাম দীপু এ তথ্য নিশ্চিত করেছেন।
দীপু জানান, যুবলীগ, ছাত্রলীগসহ সরকার দলীয় লোকজন তাদের ওপর অতর্কিত হামলা করে। এমনকি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েও অনেক নেতাকর্মীকে পিটিয়ে কুপিয়ে আহত করা হয়।
আহতদের মধ্যে হলেন—মো. মিলন, রাব্বি, সালমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাদ্দাম, মোবারক, বাবলু, মেহেদী, আনোয়ার, জাকির, ফয়সাল ও বিল্লালসহ ২৫-৩০ জনের অবস্থা গুরুতর।এ ঘটনার নিন্দা ও বিচার দাবী করে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ইনকিলাব সংবাদদাতাকে জানান এ ফ্যাসিস্ট সরকার দেশের গনতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, মানুষের মৌলিক অধিকারকে শেষ করে দিচ্ছে অন্যায়ের প্রতিবাদও করা যাচ্ছে না।মানুষুষের বাড়ীঘড়ও নিরাপদ নয় আওয়ামী সন্ত্রাসীদের কাছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উপজেলা যুবদলের সভাপতি আশরাফুর রহমান দিপুর সভাপত্তিত্বে সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন - মনপুরার সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম । অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা বি এন পির সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,উপজেলা বিএন পির সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টজ, উপজেলা বিএন পির সহ সভপতি জাকির হোসেন বাবলু, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলাল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।