Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিককে হুমকি, হিরো আলমকে থানায় তলব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৯:২৭ এএম

বগুড়ার এক সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনায় হি‌রো আলম‌কে থানায় তলব করা হ‌য়ে‌ছে। বুধবার (২৬ অক্টোবর) বিকেলে তিনি নন্দীগ্রাম থানায় হাজির হন।

জানা যায়, সম্প্রতি ‘হিরো আলমকে শেষবার সতর্ক করলেন নুসরাত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর স্থানীয় সাংবাদিক এমদাদুল হককে মুঠোফোনে হুমকি দেন হিরো আলম। কথোপকথনের চুম্বক অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা ভাইরাল হয়।

এ ঘটনায় গত ৩০ জুলাই হিরো আলমের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক এমদাদুল হক। এ বিষ‌য়ে জানতে হিরো আলমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

সাংবাদিক এমদাদুল হক বলেন, ‘হিরো আলম থানায় এসে আপোষের প্রস্তাব দিয়েছেন। তবে আমি মীমাংসা করবো না। আমি তার আইনগত শাস্তি চাই।’

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘হিরো আলমকে তদন্তের স্বার্থে থানায় ডাকা হয়েছিল। তিনি আপোষের প্রস্তাব দিয়েছেন। এখন বাদী ও বিবাদী যদি আপোষ ক‌রে নেয়, সেটা ভিন্ন বিষয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ