Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ৫ ফার্মেসিকে অর্ধলক্ষ টাকা জরিমানা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১০:৫০ পিএম | আপডেট : ৪:৫৫ এএম, ২৭ অক্টোবর, ২০২২

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়েছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর ২৬ অক্টোবর বুধবার দুপুরে অভিযান চালানো হয়। 

জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আমেনা ফার্মেসিকে ৩০ হাজার টাকা, জয় ফার্মেসীকে ৫ হাজার টাকা, বকাউল ফার্মেসীকে ৫ হাজার টাকা মেডিসিন পয়েন্টকে ১০ হাজার টাকা এবং শ্রী কৃষ্ণ ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মতলব দক্ষিণ থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, জনস্বার্থে এসব অভিযান চলমান থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ