Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোবিপ্রবিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কর্মশালা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাবৃন্দদের নিয়ে দুই দিনব্যাপি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন শীর্ষক দুই দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফিরোজ আহমেদসহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং প্রতিষ্ঠানকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সবাইকে কাজ করতে হবে, তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব। উল্লেখ্য, ২৬ ও ২৭ অক্টোবর-২০২২ নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, দফতর প্রধানবৃন্দ ও কর্মকর্তাগণ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ