Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে বিপুল পরিমান মদ ও সরঞ্জাম উদ্ধার,জনসম্মুখে ধবংস

মাদক বিরোধী অভিযান

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৬:৪২ পিএম
রাঙামাটির  কাপ্তাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫৬ লিটার মদ ও  সরঞ্জাম জব্দ করা হয়েছে। বুধবার ওয়াগ্গা ইউনিয়ন নোয়াপাড়া এলাকায় মাদক বিরোধী  ভ্রাম্যমাণ অভিযান করা হয়। ভ্রাম্যমাণ অভিযান পরিচালোনা করে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারজান হোসাইন। এসময় পাহাড়ী বাসায় তৈরিকৃত চোলাইদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। সহকারী  কমিশনার জানান দীর্ঘ দিন যাবৎ একটি মাদক চক্র দূর্গম পাহাড়ী অঞ্চলে আস্তানা করে মাদক পাচার করে আসছিল। এবং এসকল আস্তানা হতে কাপ্তাই হতে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পাচার করে চলছে। অভিযান করে ২৫৬লিটার মদ জব্দ করা হয়।এবং মাদক আইনে  ৪টি মামলায়  ৪হাজার টাকা জরিমানা করা হয়।পরে জব্দকৃত মাদক জনসম্মূখে ধ্বংস করা হয়েছে। 
 এসময় রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
 
ছবি ও ক্যাপশন- কাপ্তাইয়ে ওয়াগ্গা নোয়াপাড়া মাদক বিরোধী অভিযান বিপুল পরিমান মদও মদতৈরির সরঞ্জম জব্দ।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ