Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাণীশংকৈলে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার!

রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৬:১৪ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই স্কুলের শিক্ষক তুলা রাম পাল (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করার হয় বলে নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল।

ওসি এসএম জাহিদ ইকবাল বলেন, নেকমরদ রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ করেন ভিকটিমের বাবা। তার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করা হয় ও আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয় এবং বিজ্ঞ আদালতের বিচারকের নির্দেশে তাকে দুপুরে কারাগারে প্রেরণ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় তৃতীয় শ্রেণীর ওই ছাত্রী স্কুলে গেলে স্কুলের শিক্ষক তুলা রাম পাল তাকে পাশের এক শ্রেণী কক্ষকে একাকী ডেকে নিয়ে যায় কক্ষের দরজা জানালা বন্ধ করে স্পর্শকাতর স্থানে স্পর্শ করে যৌনপীড়ন করেন। এসময় সেই ছাত্রী চিৎকার চেঁচামেচি করলে তাকে কক্ষ থেকে বের করে দেয়। এসময় মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গেলে বিষয়টি তার পরিবারকে জানান। পরে এবিষয়ে মেয়েটির বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ