Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশ্যে এসেছে ‘দামাল’-এর টাইটেল গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৫:৪৭ পিএম

রায়হান রাফী পরিচালিত ছবি ‘দামাল’ মুক্তির আর বাকি দু’দিন। ২৮ অক্টোবর মুক্তি উপলক্ষে ইতোমধ্যে একাধিক হলে অগ্রিম টিকেট নিচ্ছেন দর্শক। মুক্তির আগে প্রচার প্রচারণায় দর্শকদের তুমুল আগ্রহে এসেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবি। সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল মঙ্গলবার প্রকাশিত ‘দামাল’ ছবির টাইটেল গান। পরাণ-খ্যাত নির্মাতা রায়হান রাফী আগেই জানিয়েছেন, গানটি মূল সিনেমায় থাকবে না। প্রচারণার জন্যই নির্মাণ করা হয়েছে গানটি।

রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীত আরাফাত মহসিন নিধি। গানটি গেয়েছেন ক্রিপটিক ফেট ব্যান্ডের শাকিব চৌধুরী এবং ঐশী। গানের কথাগুলো এমন- ‘মাখো লাল সবুজ হৃদয়ে, জিদ আছে তো জিত আছে/ দামাল দামাল, কীসের এত সংশয়/ দামাল দামাল, বীর ডরায় না পরাজয়/ দামাল দামাল, সর্বত্র সর্বময়/ দামাল দামাল, ধরবেই ধরবেই হাল’।

গানটি বলে দিচ্ছে, একদল হার না মানা মানুষের গল্প। মূলত দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করতে নির্মাণ করা হয়েছে টাইটেল গানটি। দামাল’র এই টাইটেল গানেতে অকুতভয়, সাহসী রূপে হাজির হয়েছেন বিদ্যা সিনহা মিম, রাজ, সিয়াম, সুমিত,, সুমি, ইন্তেখাব দিনার, মামুন অপুসহ দেখা গেছে আরও অনেককেই।

৯ মাসের গবেষণায় তৈরি হয়েছেন ‘দামাল’-এর চিত্রনাট্য। যৌথভাবে লিখেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। গত ৮ আগস্ট চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে মুক্তির অনুমতি পায় ‘দামাল’। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি.। ২৮ অক্টোবর ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ