বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জনস্বাস্থ্য রক্ষা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে কঠোরভাবে তামাক নিয়ন্ত্রণের জন্য শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনের বিকল্প তাই। তাই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশেন (বিএমএ) সিলেট ইউনিট এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেট।
আজ ২৫ অক্টোবর সিলেটে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সিলেট ইউনিট এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেট আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত তামাকমুক্ত বাংলাদেশ অর্জন : তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অগ্রগতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইনস্টিটিউটের রেজিস্ট্রার (ক্লিনিকাল রিসার্চ) ডা. শেখ মো. মাহবুবুস সোবহান। তিনি বলেন, বাংলাদেশে প্রায় পৌনে চার কোটি প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করে। কর্মক্ষেত্রসহ পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হয় ৩ কোটি ৮৪ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ। তামাকজাত দ্রব্যের বহুল ব্যবহার হৃদরোগ, ক্যান্সার, বক্ষব্যাধি এবং অন্যান্য অনেক প্রতিরোধযোগ্য রোগ এবং মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তামাকের এসব ক্ষতি থেকে জনস্বাস্থ্যকে রক্ষার জন্য তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করা প্রয়োজন বলে জানান তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক। তিনি বলেন, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। এই সংশোধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হলে তা প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অত্যন্ত সহায়ক হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেট-এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আমিনুর রহমান লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ; সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল এবং সিলেটের সিভিল সার্জন ডা. এস এম শাহরিয়ার।
অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ বলেন, বিএমএ চিকিৎসকদের নিয়ে জনস্বাস্থ্য রক্ষায় কাজ করছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্বাস্থ্যকর বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুসারে ২০৪০ সালের মধ্যে দেশ থেকে তামাক ব্যবহার নির্মূল করতে হবে।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি অ্যান্ড হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান ডা. শেখ মেসবাউল ইসলামসহ বিএমএ, সিলেটের সদস্যবৃন্দ এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিলেটের সদস্যগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।