বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের ৩ বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি ঘোষণা থাকলেও মঙ্গলবার যশোরের ঝিকরগাছা উপজেলায় অধ্যক্ষের নির্দেশে ঝিকরগাছা মহিলা কলেজ খোলা ছিল। সরকারের নির্দেশ অমান্য করে কলেজ খোলা রাখায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সরকারি ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে দেশের ৩ বিভাগের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী যশোরের ঝিকরগাছা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ ছিল না ঝিকরগাছা মহিলা কলেজ। মঙ্গলবার অনেক শিক্ষক কলেজ অধ্যক্ষের নিকট সরকারি নির্দেশনার কথা বলেছিলেন। অথচ অধ্যক্ষ সাহানুর কবির সকলকেই বললেন কলেজ খোলা কলেজে আসতে হবে। সে অনুযায়ী সকলেই কলেজে উপস্থিত হতে বাধ্য হয়েছিলেন। এতে শিক্ষকদের মাঝেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিলেও মুখ বুঝে সহ্য করেন। অধ্যক্ষ কথায় কথায় শিক্ষকদের শোকজ হুমকি ধামকি দেয় বলে কেউ কোন কথা বলতে সাহস পাননা।
সরকারি নির্দেশনা উপেক্ষা করে কলেজ খোলা রাখা মানেই সরকারকে অবজ্ঞা করা। যা শাস্তিযোগ্য অপরাধ। অধ্যক্ষের ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইনানুগ ব্যবস্থা নেয় উচিত বলে অনেকই মনে করেন। এ ব্যাপারে মুঠোফোনে মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুর কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।