Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবস্থাপনা উন্নয়ন করে সড়কে মৃত্যু হার কমানো সম্ভব - ইলিয়াস কাঞ্চন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৮:৩২ পিএম

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ব্যবস্থাপনার উন্নয়ন ঘটিয়ে যে সড়কে মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব তার প্রমাণ সুইডেন। সেখানে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার ছিল শূন্য।

তিনি বলেন, ইউরোপের কিছু দেশে মৃত্যু হার কমিয়ে ৮০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি মঙ্গলবার রাতে বগুড়ার পর্যটন মোটেলে নিরাপদ সড়ক চাই (নিসচা) আয়োজিত এক মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, জাতি সংঘের একটি হিসাব অনুযায়ী দেশে প্রতিবছর ২৫ হাজার মানুষের মৃত্যু হয়। এটা অত্যন্ত উদ্বেগ জনক। সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি ঘটিয়ে সড়কে মৃত্যু হার কমিয়ে আনতে হবে।

সভায় সভাপতিত্ব করেন নিচসার বগুড়া জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার, বিআরটিএর সহকারী পরিচালক এটিএম ময়নুল হাসান,নিচসার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন শিকদার, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক লালু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ