Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেই দেড় মাস

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদটি খালি প্রায় বিগত দের মাস ধরে। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে চলতি বছরের সেপ্টম্বর মাসের ১৪ তারিখ শিক্ষা অফিসার মনিরুজ্জামান খাগড়াছড়ি জেলাতে বদলী হওয়ার পর থেকে শিক্ষা অফিসারের পদটি শুন্য। এতে করে রাউজানের স্কুল, কলেজ, মাদরাসার অফিসিয়ালী কার্যক্রম সম্পাদন করতে উপজেলার শিক্ষা অফিসের পাশাপাশি জেলা শিক্ষা অফিসারের (অতিরিক্ত দায়িত্ব) সাথে সমন্বয় করতে হচ্ছে। এ প্রসঙ্গে জেলা শিক্ষা অফিসার ফরিদুল আলম দৈনিক ইনকিলাবকে জানান, আমরা রাউজানে শিক্ষা অফিসার পদায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে চিটি প্রেরণ করেছি। চট্টগ্রামের রাউজান ও বোয়ালখালীতে শিক্ষা অফিসার পদ শূন্য। আমি চেষ্টা করছি খুব দ্রæততার সাথে এ পদ পূরণ করার। সূত্র জানায় এমনিতে জনবল সংকটতো রয়েছে, এর মাঝে শিক্ষা অফিসারের মত গুরুত্বপুর্ণ পদটি খালি থাকায় দুর্ভোগে পড়েছেন শিক্ষা প্রতিষ্টানগুলো। নিয়োগ, উচ্চতর স্কেলসহ নানাবিদ কাজগুলো শিক্ষা অফিসার ছাড়া হয় না। সেক্ষেত্রে এগুলো সম্পাদন করতে হলে জেলা শিক্ষা অফিসারের সরানাপন্ন হতে হচ্ছে। একজন জেলা শিক্ষা অফিসারকে সমগ্র জেলার কাজ নিয়ে ব্যস্থ সময় পাড় করতে হয়। সেহেতু বর্তমান ২টি উপজেলার কাজও জেলা শিক্ষা অফিসারকে দেখতে হচ্ছ। যার কারণে কাজের গতি কমে গেছ। রাউজান ও বোয়ালখাতীতে দ্রæত শিক্ষা অফিসার দেয়া জরুরি বলে মনে করেন শিক্ষা প্রতিষ্টান সংশ্লিষ্টরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ