বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা,গাছপালা উপড়ে যাওয়া, কৃষি ও মৎস্য খাতে ক্ষতি হয়েছে। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনের ঘূর্ণিঝড়ে বন্যপ্রাণী ও গাছপালার কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ম্যানগ্রোভ এই বনের একমাত্র মিঠা পানির উৎস ৭টি পুকুরের পাড় ভেঙ্গে লবণ পানি প্রবেশ করাসহ এক কিলোমিটার সড়কের অবকাঠামোর ক্ষতি হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিত্রাংয়ের প্রভাবে জলোচ্ছ্বাসে সুন্দরবনের দুবলার চর, কটকা, শ্যালার চর, কোকিলমুনি স্টেশনের ৭টি পুকুরের পাড় ভেঙ্গে লবণ পানি ঢুকে মিঠা পানির উৎস নষ্ট হয়েছে। এছাড়া কটকা ও কপিলমুনির এক কিলোমিটার রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পানির তোড়ে শ্যালা বন অফিসে জব্দ করা একটি গাছের লগ ভেঁসে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।