বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সীতাকুণ্ডে সিত্রাং এর প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ে জোয়ারের পানিতে ভেসে এলো উপকূলের বিভিন্ন স্থানে অর্ধশত মহিষ। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনাইছড়ি সাইনবোর্ড, মাদামবিবিরহাট ও কুমিরা এলাকায় মহিষগুলো ভেসে এসেছে। তবে মহিষগুলো ঠিক কতগুলো মহিষ উদ্ধার হয়েছে তা সঠিকভাবে নিশ্চিত হতে পারেননি কেউ।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে সোনাইছড়ি ইউনিয়নের সাইনবোর্ড এলাকার সাগর উপকূলে বেশ কিছু মহিষকে পানিতে ভাসতে দেখা যায়।এরপর মহিষগুলো উপকূলে উঠে কুমিরা ইউনিয়নের আকিলপুর ও মাদামবিবিরহাট সাগর উপকূলে ছড়িয়ে পড়ে।
এদিকে সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মুনীর আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে তার ইউনিয়নের বিভিন্ন স্থানে সাগর উপকূলে সাগরের জোয়ারের পানিতে কিছু মহিষ উপকূলে ভেসে এসেছে। তিনি ঐ স্থানে লোকজন পাঠিয়েছেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত তার এলাকা সাগর উপকূল থেকে ২৫টির মত মহিষ আটক করতে সক্ষম হন তিনি। এছাড়াও আরো কয়েকটি স্থানে আরো কিছু মহিষ আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, সবগুলো মহিষ আটক করতে পারলে তার সঠিক সংখ্যাটি বলতে পারবো । আর আমাকে এলাকাবাসী জানিয়েছে সর্বমোট তিনটি ইউনিয়নে সাগর উপকূলে ৬০ থেকে ৭০টি মহিষ দেখা গেছে। যদি আর কোথাও মহিষ পাওয়া যায় তাহলে এর সংখ্যা হয়তো শতাধিকও হতে পারে। তবে আমরা এখনো নিশ্চিত হতে পাড়িনি মূলত মহিষগুলো কোথাই থেকে ভেসে আসছে উপকূলে।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানা ওসি তোফায়েল আহমেদ বলেন, জোয়ারের পানিতে কিছু মহিষ ভেসে এসেছে সাগর উপকূলে। মহিষের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসার পর নিশ্চিত হওয়া যাবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: শাহাদাত হোসেন বলেন,মহিষগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় এখনো এর সঠিক সংখ্যা জানা যায়নি। যে সকল মহিষ উদ্ধার করা হয়েছে সেসব মহিষের প্রকৃত মালিকের সন্ধান পেলে তাদের বুঝিয়ে দেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।