Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলার লালমোহনে জোয়ারের পানিতে ডুবে ১ জনের মৃত্যু

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৬:২১ পিএম

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফাতেমাবাদ গ্রামে জোয়ারের পানিতে ডুবে রাবেয়া বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর রাতের দিকে জোয়ারের পানির উচ্চতা বেড়ে গিয়ে রাবেয়ার ঘরে পানি উঠে যায়। পরে ঘর থেকে বের হয়ে অন্য ঘরে যাওয়ার সময় পানিতে পরে ডুবে তার মৃত্যু হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান নিহতের ঘটনা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার হয়েছে,যতটুকু জানতে পেরেছি তার মৃঘি রোগ ছিল। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ