Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্জন ব্রেক করে ভাতা নিলেন বগুড়ার ১১ ইউনিয়ন পরিষদের সদস্য

ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে করলেন স্বেচ্ছাচারিতার অভিযোগ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৫:৪৩ পিএম

বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পালের বিরুদ্ধে চলমান বর্জন কর্মসুচির
মধ্যেই নিজ নিজ সরকারি দলের ভাতার চেক নিলেন ইউনিয়ন পরিষদের সদস্যরা।
মঙ্গলবার দুপুরে বগুড়া সদর উপজেলা পরিষদে এসে বগুড়া সদরের ১১ ইউনিয়নের ১৩১ সদস্যের মধ্যে ৭০/৮০ জন পুরুষ ও মহিলা সদস্য।
ভাতা গ্রহনের পর অনেকেই সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা নির্বাহী কর্মকর্তাকে জানান, অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্পুর্ন অগণতান্ত্রিকভাবে পরিষদ পরিচালনা করছেন। উন্নয়ন বরাদ্দ ও বাস্তবায়ন সম্পর্কে কিছুই জানতে পারছেননা।
পরিষদের মাসিক সমন্বয় সভাগুলো তড়িঘড়ি করে শেষ করা হয়। তাদেরকে না জানিয়েই বিভিন্ন ফাইলে কখনো কৌশলে কখনো বল প্রয়োগে স্বাক্ষর নিয়ে নেন।
তারা এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের
কাছে প্রতিকারও দাবি করেন।
উল্লেখ্য কিছুদিন ধরেই বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিকের সাথে
সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বর্জন কার্যক্রম চলে আসছিল। বর্জন কর্মসুচির মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান, মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের ১১ জন চেয়ারম্যান ও ১৩১
জন নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
বর্জনকারীরা বলে আসছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি না করা পর্যন্ত তাকে বর্জন করা হবে।
এমন কর্মসুচির মধ্যেই ইউনিয়ন পরিষদের সদস্যদের ভাতা গ্রহন করাকে বর্জন কর্মসুচির
ব্রেক ডাউন বলেই মনে করছেন অনেকেই।
এপ্রসঙ্গে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভাতা গ্রহন বর্জন কর্মসুচির মধ্যে পড়েনা।
একই ধরনের কথা বলেন, শাখারিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজার রহমান। তিনি বলেন,আমরা ছোট মানুষ বর্জন টর্জনের মধ্যে আমরা নাই।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর পালের কাছে এব্যাপারে মন্তব্য জানতে চাইলে
তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তা। সরকারি নির্দেশনা মেনেই তিনি বিধি মোতাবেক কাজ করে চলেছেন এর বেশি বলার কিছু নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ