Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নোবিপ্রবির সঙ্গে সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৫:৩৮ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (গঙট) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার নোবিপ্রবি উপাচার্য দপ্তরে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম এবং সাও পাওলো বিশ^বিদ্যালয়ের পক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাক্ষর করেন প্রফেসর ড. কারলোটা জোসেফিনা বোটো।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সমাজ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, শিক্ষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বিপ্লব মল্লিক, ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান প্রমুখ।

মূলত, শিক্ষা বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের বিভিন্ন বিষয়ে উভয় বিশ^বিদ্যালয়ের মধ্যে একাডেমিক ক্ষেত্রে সহযোগীতা বৃদ্ধি এবং শিক্ষক, শিক্ষার্থী, গবেষক বিনিময় একই সঙ্গে টেকনিক্যাল ও প্রশাসনিক ক্ষেত্রে বিনিময় এবং সহযোগিতার লক্ষ্যে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ‘নোবিপ্রবি এবং সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারক ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে আরও সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এ ধরনের সমঝোতা বাংলাদেশে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক হবে বলে আমি বিশ^াস করি।’ এসময় মাননীয় উপাচার্য চুক্তি সম্পাদনের সাথে সম্পৃক্ত উভয় বিশ^বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অভিনন্দন জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ